ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৫০৬০ টাকার বেতনে বিশাল চাকরির সুযোগ ২০২৩ - নিয়মসহ Apply Now
Dhaka University 2023 Jobb Circular
- ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
- ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে (ক) ০১ (এক) টি
- স্থায়ী প্রভাষক (খ) ০১ (এক) টি
- সহকারী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী প্রভাষক পদ
পূরণের জন্য রেজিস্ট্রারের দফতর হতে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) ক্রমিকের পদে প্রার্থীদের অবশ্যই ফলিত রসায়ন ও কেমিকৌশল বিষয়ে বি.এস.সি (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি এবং (খ) ক্রমিকের পদে প্রার্থীদের অবশ্যই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.এস.সি এবং মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ পদ্ধতিতে স্কেল ৪.০০ এর মধ্যে ৩.৫০ সহ এস.এস.সি এবং এইচ.এস.সি. পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ পদ্ধতিতে স্কেল ৫.০০ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীগণকে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। যে সকল প্রার্থী অনার্স বা মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান /সর্বোচ্চ সিজিপিএ অর্জন করছে, তাদের ক্ষেত্রে এস.এস.সি বা এইচ.এস.সি. পরীক্ষার যে কোন একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য।
রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ০৮ (আট) কপি দরখাস্ত রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে। প্রত্যেক কপি দরখাস্তের সাথে সার্টিফিকেট, প্রশংসাপত্র, গ্রেডশীট/মার্কশীট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। দরখাস্ত, জমা দেয়ার শেষ তারিখ ২৬/০২/২০২৩। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।
- Organization Name: Dhaka University
- Educational Requirements: See the circular
- Published Date: see the image
- Experience Requirements: See Job Circular Image
- Number of Job Vacancies: 2/3
- Age limit for jobs: see circular
- Salary:22000-55030TK
- Type of Jobs: Full Time
- Job Category: Govt. Job
- Jobs Location: Dhaka
- Additional Job Requirements: See Job Circular Image
- Jobs Source: Online
- Official Website: BDJOBS
- Application Deadline: 26 February 2023
The University of Dhaka invites applications from Bangladeshi nationals for two lecturer positions in the Department of Applied Chemistry and Chemical Engineering. The first post is a permanent position, while the second is a temporary post to fill a vacant assistant professor position.
To apply for the permanent lecturer post, candidates must hold a B.Sc. (Honours) and Master's degree in Applied Chemistry and Chemical Engineering. To apply for the temporary lecturer post, candidates must have a B.Sc and Master's degree in Chemical Engineering and must have achieved at least a first class or a CGPA of 3.50 out of 4.00 in both B.Sc and Master's degree. Additionally, they must have a minimum of first divisions or a GPA of 4.25 out of 5.00 in S.S.C & HSC examinations.
Applicants who hold higher degrees may be given preference over others, and one of the S.S.C or H.S.C examination requirements may be relaxed for those who have achieved first position or highest CGPA in B.Sc or Master's degree.
Candidates must submit eight copies of their application along with attested copies of certificates, testimonials, grade sheets/mark sheets, and proof of experience to the office of the Registrar. The application fee of Tk. 750 must be submitted in the form of a Pay Order/Bank Draft, payable to the Registrar. The deadline for submitting applications is February 26, 2023.
Please note that candidates already in service must apply through the proper channel. The salary for the lecturer positions will be in the scale of Tk. 22,000 - 53060/- (National Pay Scale - 2015).